Land Classification বলতে বোঝায় জমির শ্রেণী। পশ্চিমবঙ্গে জমির ব্যবহারের ওপর ভিত্তি করে জমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীর ওপর ভিত্তি করে জমির Registration Fee, Land Market Value, Land Conversation ইত্যাদি হয়ে থাকে। তাই জমির কোন ধরনের কাজ করার আগে আমদের ওই জমির শ্রেণীর ব্যাপারে আমাদের আগে তথ্য থাকতে হবে। এই শ্রেণীর পরিমাণ জেলা ভিত্তিক আলাদা হতে পারে। তাই সেক্ষেত্রে আমাদের জেলা ভিত্তিক জমির শ্রেণী দেখতে হবে।
Table of Contents
District wise Land Classification using Banglarbhumi portal
জেলা ভিত্তিক জমির শ্রেণী আমরা Banglarbhumi Official Portal থেকে বের করতে পারি। এর জন্য আপনাদের নিম্নে দেওয়া Steps গুলি অনুকরণ করতে হবে।
Step 1 – প্রথমে আপনাকে banglarbhumi.gov.in এই portal টি খুলতে হবে।
Step 2 – এরপর আপনাকে Sign in এ ক্লিক করতে হবে। সেখানে আপনাকে আপনার Username and Password দিয়ে Sign in করে নিতে হবে। আপনার যদি Username and Password না তৈরি করা থাকে তাহলে আপনাকে আগে Sign Up করে নিতে হবে। এর পদ্ধতি আমার আমাদের আর একটি লেখাতে উল্লেখ করে রেখেছি। আপানারা চাইলে সেটি দেখে নিতে পারেন।
Step 3 – এরপর আপানকে Citizen Services এ ক্লিক করতে হবে। সেখানে একটি Menu আপনারা দেখতে পাবেন।
Step 4 – সেখান থেকে আপনাদের Land Classification এ ক্লিক করতে হবে।
Step 5 – এরপর আপনাদের সামনে যে পেজটি খুলবে সেখানে আপনাদের জেলা বাছাই করতে হবে। তাহলেই আপনাদের সামনে ওই জেলাতে জমির যে সমস্ত শ্রেণী রয়েছে তা আপনারা দেখতে পাবেন।
District wise Land Classification using Banglarbhumi App
Banglarbhumi Portal ছাড়াও আপনারা BanglarBhumi App এর মাধ্যমে জমির শ্রেণী গুলি দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আপানারা কিভাবে তা দেখবেন।
Step 1 – প্রথমে আপনাকে BanglarBhumi App টি Install করতে হবে। এই App টি install করার পদ্ধতি আমরা আর একটি লেখাতে ব্যাখ্যা করেছি। আপনারা চাইলে সেটি দেখতে পারেন।
Step 2 – এরপর আপনাকে চলে আসতে হবে App টির Home Page এ। এখানে একটু নীচের দিকে এলে আপনি Mouza List, Land Classification menu দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।
Step 3 – তারপর Land Classification এ ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আপনারা দেখতে পাবেন সেখানে আপনার জেলা বাছাই করলেই ওই জেলার জমির শ্রেণী আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে সেটিকে PDF আকারে Save করতে পারেন।