Banglarbhumi

BanglarBhumi
পশ্চিমবঙ্গের জমির তথ্য

Banglarbhumi App 2024 new Update

Banglarbhumi App হল বর্তমানে পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় Application। এই অ্যাপ এর মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গের জমির তথ্য (দাগ ও খতিয়ানের তথ্য) দেখার জন্য ব্যবহার করা হয়। কিন্তু জমির দাগ ও খতিয়ানের তথ্য ছাড়াও এই App এ রয়েছে আরও অনেক ধরনের Features, যা এই App কে সাধারন মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এই লেখাতে আমরা BanglarBhumi App এর বিভিন্ন Features এবং তাদের ব্যবহার করার পদ্ধতি সসম্পর্কে জানব।

Plot and Khatiyan Information Online Land Registration Details
Stamp Duty and Registration Fee CalculationLand Market Value Calculation
Application Receipt ReprintDetails of Land Classification
Online Khajna DownloadOnline Warish Application
Land Conversation ApplicationOnline Mutation Application

Video Tutorials –

How to install BanbglarBhumi App

এই App টি install করার জন্য প্রথমে আপনাকে Playstore খুলতে হবে। এরপর আপনাকে Playstore এ search করতে হবে ‘Banglarbhumi‘। এরপর আপনাদের কাছে কিছু App এর লিস্ট প্রদর্শিত হবে। তার মধ্যে প্রথমে যে App টি দেখতে পাবেন সেটিকে আপনাকে install করতে হবে। নিচের ছবিতে সেটি দেখানো হল।

How to search Plot and Khatiyan information using BanglarBhumi App

BanglarBhumi App এর মাধ্যমে দাগ ও খতিয়ানের তথ্য দেখার পদ্ধতি নিন্মে আলোচনা করা হল।

Step 1 – এর জন্য প্রথমে আপনাকে App টি খুলতে হবে। এরপর যে পেজটি খুলবে সেখান থেকে আপনাকে ‘Plot and Khatiyan info‘ মেন্যুটিতে ক্লিক করতে হবে।

BanglarBhumi App

Step 2 – এরপর আপনাদের সামনে আর একটি পেজ খুলবে, সেখান থেকে আপনাদেরকে ‘Web Version Fast‘ মেন্যুটিতে ক্লিক করতে হবে।

Step 3 – এরপর যে পেজটি আপনাদের সামনে খুলবে সেটিতে আপনার ভাষা, জেলা, ব্লক, মৌজা বেছে নিতে হবে। তারপর আপনাকে Submit এ ক্লিক করতে হবে।

Step 4 – এরপর যে পেজটি আপনাদের সামনে খুলবে সেটিতে আপনারা দুটি মেনু দেখতে পাবেন। প্রথমটি হল দাগের তথ্য এবং অপরটি হল খতিয়ানের তথ্য। এখানে আপনাকে দুটির মধ্যে আপনাদের যেটির প্রয়োজন সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পড়ে উপযুক্ত স্থানে দাগ বা খতিয়ান নং দিয়ে Search এ ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে আপনার দাগ বা খতিয়ানের তথ্যটি প্রদর্শিত হবে।

Plot and Khatiyan search on BanglarBhumi App

Step 5 – এরপর আপনি চাইলে ওই দাগ বা খতিয়ানের তথ্যটি PDF আকারে সেভ করে রাখতে পারেন। এর জন্য আপনাকে ওই পেজের নীচে একটি সেভ করার Button থাকবে, ওটিতে ক্লিক করলেই আপনাদের রেকর্ডটি সেভ হয়ে যাবে। যা পরবর্তীকালে আপনারা Print বা অন্যদের সাথে Share করতে পারবেন।

How to get Mouza Map using BanglarBhumi App

এই App এর একটি গুরুত্বপূর্ণ Features হল মৌজা ম্যাপ ডাউনলোড করা। এই App এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার মৌজা ম্যাপটি দেখতে পারবেন এবং সাথে সেটিকে PDF আকারে Save করেও রাখতে পারেন। মৌজা ম্যাপ Download করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হল।

Step 1 – প্রথমে আপনাকে এই App এর Home পেজে আসতে হবে। এরপর একটু নীচের দিকে Mouza Map option টি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।

Step 2 – ওই পেজটি খোলার পর ওখানে আপনার জেলা, ব্লক, মৌজা বাছাই করতে হবে। একটি মৌজা ম্যাপের একাধিক Sheet থাকতে পারে। তাই মৌজা বাছাই করার পর আপনাকে Sheet no বাছাই করতে হবে এবং Submit এ ক্লিক করতে হবে।

Step 3 – এরপর ম্যাপটি লোড হতে একটু সময় নিবে। তারপর আপনাদের সামনে ম্যাপটি আপনাদের সামনে প্রদর্শিত হবে। মৌজা ম্যাপটিতে অনেক দাগ নং দেখতে পারবেন। আপনি চাইলে ওই ম্যাপটিতে আপনার দাগ নং টি সার্চ করেও দেখতে পারেন।

Mouza Map

Step 4 – ওই মৌজা ম্যাপটি PDF আকারে সেভ করার জন্য নীচে থাকে Save button -টি ক্লিক করতে হবে। তাহলেই ম্যাপটি সেভ হয়ে যাবে এবং সেটিকে আপনি Print বা Share করতে পারবেন।

How to search Market Valuation of land on BanglarBhumi App?

কোন জমি বা জায়গার ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে আগে সেই জমিটির বাজার মূল্য বের করতে হবে। এই বাজার মূল্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে জমিটির ক্রয় বা বিক্র্য মূল্যর ক্ষেত্রে, Registration Fee, Stamp Duty Fee ইত্যাদি হিসাবের ক্ষেত্রে। এই বাজার মূল্য আপনি খুব সহজেই এই App -থেকে জেনে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি জমির বাজার মূল্য বের করবেন এই App থেকে –

Step 1 – এর জন্য আপনাকে প্রথমে App টি খুলতে হবে। এরপর দ্বিতীয় নং এ যে মেনুটি আছে (Important Land Features), সেটিতে ক্লিক করতে হবে।

Land Market Value

Step 2 – তারপর আপনাদের সামনে অনেকগুলি মেনু প্রদর্শিত হবে। সেখান থেকে আপনাকে ‘Market value of land‘ মেন্যুটিতে ক্লিক করতে হবে।

Step 3 – এরপর আপনাদের সামনে একটি ফর্ম খুলবে যেটিতে আপনাদের তথ্য গুলি দিতে হবে। এখানে আপনার জেলা, ব্লক, মৌজা, JL no, দাগ, খতিয়ান, রাস্তা, জমির পরিমাণ ইত্যাদির তথ্য আপনাকে দিতে হবে।

Step 4 – এরপর Display Market Value -এ ক্লিক করলে আপনাদের সামনে ওই জমির বাজার মূল্য প্রদর্শিত হবে।

Land Market Value

Other Important Features of BanglarBhumi App

ওপরের গুলি ছাড়াও এই App এ আরও অনেক ধরনের features আছে। এই সমস্ত features গুলি নীচে সংক্ষেপে আলোচনা করা হল –

E-Nathikara Services

জমির বাজার মূল্য হিসেব ছাড়াও এই আরও অন্যান্য পরিষেবা রয়েছে যেগুলির মধ্যে অন্যতম হল –

  • Status of Deed.
  • Market Value of Flat.
  • Land Registration Details searched by name.
  • Land Registration Details searched by Property.
  • List of Licensed Deed and Copy Writer.
  • Query and Deed Search.
  • Online Payment Status.
  • Searching of Deed Availability.
  • Legacy Deed search.

Government Schemes

এই App এর মাধ্যমে আপনার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রক্লপ যেমন – Krishak Bandhu, PM Kishan Samman Nidhi, Sastha Sathi ইত্যাদির তথ্য পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন পোর্টালের অনলাইন তথ্য আপনি এই App এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।

GRN Search and Receipt Print

আপনি যদি Banglarbhumi Official Portal এ কোন ধরনের আবেদন যেমন Mutation, Porcha, Khajna, Warish ইত্যাদির জন্য Apply করে থাকেন তাহলে এই App এর মাধ্যমে আপনারা সেগুলির Receipt Copy এবং Application no এখান থেকে পেতে পারেন।

Land Area Converter

এই App এর আর একটি বিশেষত্ব হল এই App এ রয়েছে জমির পরিমাণ একক পরিবর্তনের একটি Converter। যার মাধ্যমে আপনার জমির একটি একক থেকে অন্যান্য এককে পরিবর্তন করতে পারেন। যেমন – বিঘা থেকে কাঠা, ডেসিমাল, একর এবং আরও অন্যান্য এককে নিয়ে যেতে পারেন।

এগুলি ছাড়াও এর মধ্যে আরও অনেক ধরনের Features উপলব্ধ আছে।

3 thoughts on “Banglarbhumi App 2024 new Update”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top