Banglarbhumi

banglarbhumi.gov.in

Banglarbhumi.gov.in 2024 – পশ্চিমবঙ্গের জমির রেকর্ড অনলাইন চেক করুন

Banglarbhumi Portal এর দ্বারা পশ্চিমবঙ্গের জমি জায়গার তথ্য (West Bengal Land Information) যেমন দাগ ও খতিয়ান (Plot and Khatiyan), সম্পত্তির তথ্য (Property Information), RS-LR তথ্য, মৌজা ম্যাপ ইত্যাদির তথ্য জানা যায়। এই পোর্টালটি ‘Land and Land Reforms and Refugee Relief and Rehabilitation’ দ্বারা পরিচালনা করা হয় এবং এটি Government of West Bengal এর  অধীনস্ত।

Plot and Khatiyan Information Online Land Registration Details
Online Khajna PaymentLand Market Value Calculation
Application Receipt ReprintDetails of Land Classification
BanglarBhumi App DownloadOnline Warish Application
Land Conversation ApplicationOnline Mutation Application

জমি-জায়গা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

আপনার জমি জায়গার রেকর্ড খোঁজার আগে কিছু তথ্য আপনাদের জানতে হবে। সেগুলি নিচে আলোচনা করা হল।

মৌজা কি?

মৌজা হল কোন একটি জায়গার নির্দিষ্ট একটি আকৃতিকে বোঝায়। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লককে বিভিন্ন মৌজাতে ভাগ করা হয়েছে।

খতিয়ান কি?

খতিয়ান হল একধরণের সম্পত্তির বিবরণ, যেখানে কোন ভূমি মালিকের সমস্ত জমি-জায়গার তথ্য একসাথে দেওয়া থাকে। সাধারণত মৌজা ভিত্তিক কোন একজনের খতিয়ান আলাদা হতে পারে। প্রতিটি খতিয়ানের নং মৌজা ভিত্তিক আলাদা হয়ে থাকে। আপনারা আপনার খতিয়ান নং দ্বারা অনলাইনে আপনার জমি-জায়গা সংক্রান্ত তথ্য অনলাইনে দেখতে পারেন। তাই আপনার জমির রেকর্ড সার্চ করার আগে আপনাকে আপনার খতিয়ান নং জানতে হবে। সাধারণত আপনার যদি জমি-জায়গার দলিল বা পর্চা থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা খতিয়ান নং পেয়ে যাবেন।

দাগ কি?

দাগ হল কোন এক মৌজার একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা বা তার আকৃতিকে বোঝায়। সাধারণত অনেকগুলি দাগ মিলে একটি মৌজা তৈরি হয়ে থাকে। এই দাগ নং আপনারা আপনার দলিলে বা রেকর্ডে পেয়ে যাবেন। এই দাগ নং দিয়ে আপনারা অনলাইনে ওই দাগের তথ্য জানতে পারেন। আপনারা যখন এই দাগ নং দিয়ে অনলাইনে সার্চ করবেন তখন সেখানে ওই দাগে কোন কোন ব্যক্তির জমি রেয়েছে তা আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, আপনারা চাইলে ওই দাগের ম্যাপও দেখতে পারেন।

দাগ বা খতিয়ান জানা থাকলে আপনারা নিম্নে দেওয়া অনলাইন পোর্টালের মাধ্যমে জমির রেকর্ড দেখতে পারবেন।

Name of the portalBanglarBhumi
Purpose of the PortalWest Bengal Land Information
(Plot and Khatiyan, Mouza, RS-LR information etc.)
Launched byGovernment of West Bengal
Managed and controlled byLand and Land Reforms and
Refugee Relief and Rehabilitation
Official Websitehttps://banglarbhumi.gov.in

পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির জন্য এই পরিষেবা উপলব্ধ আছে –

[01]বাঁকুড়া
[02]পূর্ব বর্দ্ধমান
[03]বীরভূম
[04]দার্জিলিং
[05]হাওড়া
[06]হুগলী
[07]জলপাইগুড়ি
[08]কোচবিহার
[09]মালদা
[10]পশ্চিম মেদিনীপুর
[11]পূর্ব মেদিনীপুর
[12]মুর্শিদাবাদ
[13]নদীয়া
[14]পুরুলিয়া
[15]উত্তর 24-পরগনা
[16]দক্ষিন 24-পরগনা
[17]দক্ষিন দিনাজপুর
[18]উত্তর দিনাজপুর
[19]কলকাতা
[20]আলিপুরদুয়ার
[21]कालिम्पोंग
[22]ঝাড়গ্রাম
[23]পশ্চিম বর্ধমান

এই পোর্টালের দ্বারা আপনারা কিভাবে জমি জায়গার তথ্য পাবেন তা নীচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গের জমি জায়গার (West Bengal Land Information) তথ্য আপনারা দুইভাবে জানতে পারবেন –

  1. Banglarbhumi Official Portal এর মাধ্যমে জানতে পারেন।
  2. BanglarBhumi App -এর দ্বারা।

Banglarbhumi Official Portal

Official portal থেকে জমিজায়গার তথ্য জানার জন্য আপনাকে প্রথমে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। https://banglarbhumi.gov.in পোর্টালে গিয়ে আপনাকে Sign Up এ ক্লিক করতে হবে। এর সেখানে একটি ফর্ম প্রদর্শিত হবে। সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। এই সমস্ত তথ্য গুলির বিবরণ নীচে দেওয়া হল।

Registration Process in Banglarbhumi Portal

Banglarbhumi User Registration
  • First Name*
  • Middle Name (you can skip it)
  • Last Name*
  • Gurdians Name* (parents’ Name)
  • Address* (full Address)
  • User Type* (select Citizen)
  • Municipality (you can skip it)
  • Police Station Name*
  • District*
  • PIN Code*
  • Email Address*
  • Email OTP* (you have to enter OTP which you will receive by email)
  • Mobile No.(linked with AADHAR/Bank) *
  • Mobile OTP* (you have to enter OTP which you will receive by phone)
  • Password*
  • Confirm Password* (you have to enter same password in both fields)
  • Captcha Code*

এই সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে Submit -এ ক্লিক করতে হবে। নীচে একটি ছবি দিয়ে দেখানো হল।

Sign-In Process of Banglarbhumi Portal

Banglarbhumi login

Sign Up হয়ার পর আপনি একটি Username (your registered mobile no.) এবং Password পাবেন। এরপর আপনি ওই Username and Password দিয়ে আপনারা এই পোর্টালে Sign In করতে পারেন। এখন আপনি এই Portal -এ জমির তথ্যের জন্য আবেদন করতে পারেন।

How to Search Plot and Khatiyan information (দাগ ও খতিয়ানের তথ্য)

নিচের কয়েকটি ধাপ ফলো করলেই, আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খুব সহজেই জমির ও খতিয়ানের তথ্য দেখে নিতে পারবেন।

Step1 – জমির দাগের ও খতিয়ানের তথ্য  দেখার জন্য প্রথমে আপনাকে এরজন্য Citizen Option থেকে Know Your Property এ ক্লিক করুন।

Step 2- এর পর আপনাকে আপনার District, Block, Mouza বাছাই করতে হবে।

West Bengal Mouza

Step 3- এর পর দাগের তথ্য দেখার জন্য Plot information এ ক্লিক করতে হবে এবং খতিয়ানের তথ্য দেখার জন্য Khatiyan information এ ক্লিক করতে হবে।

Step 4- এর পর আপনাকে আপনার দাগ নং বা খতিয়ান নং নির্দিষ্ট জায়গায় দিয়ে এবং Captcha দিয়ে View এ ক্লিক করলে আপনারা দাগ বা খতিয়ানের তথ্য দেখতে পারবেন।

Plot and Khatiyan information

এই ধাপ গুলি করার পর আপনার কাছে দাগ বা খতিয়ানের তথ্য প্রদর্শিত হবে। নিম্নে এই তথ্য গুলি দেওয়া হল –

দাগের তথ্য – দাগ নং, শ্রেণী, অংশ, অংশ পরিমাণ(একর), মন্তব্য।

খতিয়ানের তথ্য – খতিয়ান নং, রায়তের নাম, পিতা/স্বামী, ঠিকানা, জমির পরিমাণ,দাগের সংখ্যা।

How to get Plot Map (দাগের ম্যাপ) –

জমি জায়গার তথ্য সম্পূর্ণ জানার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ হল দাগের ম্যাপ (Plot Map)। দাগের ম্যাপ হল একটি প্রদর্শিত চিত্র যেখানে কোন একটি নির্দিষ্ট জায়গার আকৃতি, ক্ষেত্রফল, বাহু এবং আরও অন্যান্য তথ্য থাকে। এই দাগের ম্যাপ দেখার জন্য প্রথমে আপনাকে ওপরের পদ্ধতি অনুযায়ী আগে দাগের তথ্য বের করতে হবে। দাগের তথ্য বের হওয়ার পর যে টেবিলটি আপনাদের সামনে প্রদর্শিত হবে তার একেবারে ডানদিকে Plot Map option থাকবে। তার নীচে একটি ‘Click Here’ Option থাকে সেটি ক্লিক করলে আপনাদের সামনে দাগের ম্যাপটি প্রদর্শিত হবে।

BanglarBhumi App –

পশ্চিমবঙ্গের জমি জায়গার তথ্য জানার জন্য সবথেকে সহজ উপায় হল Banglarbhumi App। এর জন্য প্রথমে আপনাকে Playstore থেকে এই App টি ইন্সটল করে নিতে হবে। এর পরবর্তী ধাপ গুলি নীচে দেওয়া হল –

Step 1 – প্রথমে আপনাকে App টি খুলে Home Screen -এ আসতে হবে।

Step 2 – এরপর আপনাকে প্রথম অংশে Plot and Khatiyan info এ ক্লিক করতে হবে।

Step 3 – তারপর আপনাকে Web Version Fast option এ ক্লিক করতে হবে।

Step 4 – পরবর্তী স্টেপে আপনি আপনার District, Block এবং Mouza চয়ন করতে হবে এবং Submit এ ক্লিক করতে হবে।

Step 5 – এরপর আপনারা খতিয়ান এবং দাগ নং দিয়ে আপনার তথ্য খুঁজে পাবেন।

শুধু তাই নয়, আপনি BanglarBhumi App এর মাধ্যমে যে তথ্য গুলি খুঁজে পাবেন সেটি আপনি PDF আকারে সেভ করে রাখতে পারেন। তার জন্য আপনাকে দাগ বা খতিয়ানের তথ্য পাওয়ার পর নীচে Save করার জন্য যে Button টি থাকবে সেটিতে ক্লিক করতে হবে।

Banglarbhumi Portal Contact Details

Office Address:Director of Land Records and Survey
35, Survey Building, Gopal Nagar Road,
Kolkata – 700027
Contact No.:033-2479-5726
Email Address:dlrswb.grievancecell@gmail.com, dlrswb@gmail.com

31 thoughts on “Banglarbhumi.gov.in 2024 – পশ্চিমবঙ্গের জমির রেকর্ড অনলাইন চেক করুন”

  1. No reaction by BLRO office after submitted warish application. So many plot are not found conditions. My experience with several visiting BLRO office that the official people do work without dalal and under table transaction.

  2. খুব ভালো এটা আমার এবং অনেকের কাছে এসেছে। ধন্যবাদ

  3. RATILAL Oraon

    1, My G. Father my father k. N०13, m. 41 Sisabari Darjeeling, matigarh
    2, —————–do ————- K no 03 m.
    Karaibari 39,

    Please🙏 Ratilal Oraon

  4. Very good apps but khajana due rs kitna hai oh system chalu karye khatian number dalne se pata challah chahye tha due kitna hai

  5. I can not get rs khatian from tehatta bl&lro office and other place how can I have it Can I get it from gopalpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top