Banglarbhumi

BanglarBhumi
পশ্চিমবঙ্গের জমির তথ্য

Banglarbhumi Application Receipt Reprint 2024

Application Receipt Reprint হল Banglarbhumi Portal এর একটি মেনু যার মাধ্যমে আপনি কোন সার্ভিসের জন্য যদি Apply করে থাকেন এবং সেই সময় আপনি যদি সাত Receipt না Download করে থাকেন তাহলে তার Receipt পরবর্তীকালে আপনি Download করতে পারেন।

Plot and Khatiyan Information Online Land Registration Details
Stamp Duty and Registration Fee CalculationLand Market Value Calculation
Online Khajna PaymentDetails of Land Classification
BanglarBhumi App DownloadOnline Warish Application
Land Conversation ApplicationOnline Mutation Application

তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে তা করব।

Process for Application Receipt Reprint

Step 1 – প্রথমে আপনাকে Banglarbhumi portal এ যেতে হবে। এরপর সেখানে আপনাকে Sign In করে নিতে হবে।

Step 2 – এরপর আপনাকে Citizen Service মেনুতে ক্লিক করতে হবে।

Application Receipt Reprint

Step 3 – এরপর আপনাকে Application/Receipt Reprint option এ ক্লিক করতে হবে।

Step 4 – তারপর আপনার সামনে একটি পেজ খুলবে যেখানে আপনাকে Request Type, Application No দিতে হবে। Request Type -এ আপনাকে বাছাই করতে হবে যে আপনি কোন সার্ভিসের জন্য Receipt নিতে চাইছেন। নীচে ওই সমস্ত সার্ভিসের ব্যাপারে আলোচনা করা হল।

1. Mutation Application Form

আপনি যদি Mutation এর জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি এটি বাছাই করতে পারেন।

2. Conversation Application Form

যদি আপনি জমির Conversation বা শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করে থাকেন তাহলে এটি আপনি বাছাই করতে পারেন।

3. Revenue Application Form

যদি আপনি কোন ধরেনের Revenue সম্পর্কিত Application করে থাকেন তাহলে এটি বাছাই করবেন।

4. Warish Application form

আপনি যদি Warish এর জন্য আবেদন করে থাকেন তাহলে এটি বাছাই করুন।

5. Payment Receipt

আপনি কোন ধরনের payment যদি করে থাকেন এই পোর্টালে তাহলে Receipt পাওয়ার জন্য এটি বাছাই করুন।

6. Revenue Receipt

যদি আপনি খাজনা দিয়ে থাকেন তাহলে এটি বাছাই করুন।

Step 5 – এগুলির মধ্যে যেকোনো একটি বাছাই করবেন এবং তারপর তার Application No টি এখানে দেবেন।

Step 6 – এগুলি দেওয়ার পর উপযুক্ত স্থানে Captcha টি দেবেন এবং Submit এ ক্লিক করলে সেটি Download হয়ে যাবে।

2 thoughts on “Banglarbhumi Application Receipt Reprint 2024”

  1. সৌরভ কুমার

    আমি ২০২০ র আগস্ট মাসে ৫.৩২ একরের একটি প্লট থেকে ২.৫ কাঠা পরিমাণ জমি ক্রয় করি। পূর্ববর্তী মালিকের নামে LR প্রকাশের পর আমার নামে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করতে যাই , আবেদন করার পর দেখি যে ঐ প্লট Restricted করা আছে। এখন আমি আমার অংশ জমি কি ভাবে নিজের নামে করতে পারব???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top