Banglarbhumi

BanglarBhumi
পশ্চিমবঙ্গের জমির তথ্য

Khajna Payment Online – জমির খাজনা দিন অনলাইনে 2024 নতুন নিয়মে (Land Revenue)

Khajna Payment করুন অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায়ে। খাজনা হল এক ধরনের সরকারী কর যা আপনাকে দিতে হয় যদি আপনি কোন জমি বা জায়গার মালিকানা ভোগ করে থাকেন। আগে সাধারণত খাজনা আপনাকে অফলাইনে বা আপনার নিকটবর্তী BLRO Office এ বা ভূমি সম্পর্কিত অফিসে গিয়ে দিতে হত। কিন্তু বর্তমানে আপনি তা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই দিতে পারেন। আজকের এই লেখাতে Online Khajna Payment এর সম্পূর্ণ পদ্ধতি দেখাবো।

Plot and Khatiyan Information Online Land Registration Details
Stamp Duty and Registration Fee CalculationLand Market Value Calculation
Application Receipt ReprintDetails of Land Classification
BanglarBhumi App DownloadOnline Warish Application
Land Conversation ApplicationOnline Mutation Application

Video Tutorial

How can I do Khajna Payment Application Online?

অনলাইনের মাধ্যমে Khajna Payment এর জন্য প্রথমে আপনাকে Banglarbhumi Official Portal এ যেতে হবে। এর পরবর্তী স্টেপগুলি নীচে আলোচনা করা হল –

Step 1 –

BanglarBhumi Portal এ যাওয়ার পর প্রথমে আপনাকে Sign In করে নিতে হবে আপনার আপনার Username and Password দিয়ে। আপনার যদি account করা না থাকে তাহলে প্রথমে আপনাকে তা করে নিতে হবে। আমাদের আর একটি লেখাতে আমরা Create Account করার পদ্ধতি দেখিয়েছি। আপনারা আগে সেটা দেখেনিন।

Sign In করার পর আপনাকে Citizen Services ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের সামনে একটি Screen আসবে সেখানে আপনাকে Land Revenue (Khajna) Application এ ক্লিক করতে হবে।

Step 2 –

এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে। সেখানে আপানকে আপনার জেলা, ব্লক ও মৌজা বাছাই করতে হবে। এখানে আরও দুটি জায়গা থাকবে Application No এবং Application Date। প্রথমটি আপনাকে ছেড়ে দিতে হবে পরেরটিতে আজকের তারিখ আপনাআপনি চলে আসবে।

Khajna Application

তার নীচে Particulars of Applicant আর একটি ভাগ থাকবে সেখানে আপনাকে নীচের তথ্যগুলি দিতে হবে –

  • Applicant Type
  • First Name *
  • Last Name
  • Fathers Name *
  • Address *
  • Upovokta/Beneficiary’s Mobile No. *
  • EMail-ID *
  • Aadhaar No.
  • Gender *
  • Caste

উপরের তথ্য গুলি দেওয়া সময় আপনার মোবাইল নং এবং ইমেলে OTP আসবে যেগুলি আপনাকে উপযুক্ত স্থানে দিতে হবে।

Step 3 –

এর পরে একটু নীচের দিকে এলে Revenue Deposition নামে আপনার আর একটি ভাগ দেখতে পাবেন। এই ভাগে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন Relationship * বক্সটি থেকে আপনাকে Self বাছাই করে নিতে হবে।

এরপর আপনাকে আপনার খতিয়ান নং দিয়ে দুবার Tab টিপতে হবে। তাহলেই আপনাদের সামনে ওই খতিয়ানে থাকা সমস্ত দাগের লিস্ট আপনাদের কাছে চলে আসবে।

Khajna Payment Khatiyan details

Step 4 –

এরপর ওই দাগের লিস্ট থেকে একটি একটি করে সমস্ত দাগ নং -এ ক্লিক করে নীচে তার Use of Land বা জমি কি উদ্দেশ্যে ব্যাবহার করা হয় সেটি বাছাই করতে হবে। তারপর Add Plot এ ক্লিক করতে হবে। মনে রাখতে হবে যে আপনাকে সবগুলি দাগকে ক্লিক করতে হবে।

Khajna payment plot select

Step 5 –

এরপরে নীচে Proceed Further এ ক্লিক করলে আপনার সমস্ত দাগ গুলি ওখানে সিলেক্ট হয়ে যাবে।

Khajna Submission

তারপর নীচে আর একটি ভাগ পাবেন। আপনি যদি এর আগে খাজনা দিয়ে থাকেন তাহলে তার তথ্য যেমন বছর (বাংলার), রসিদের নং, তারিখ এবং যদি তার ছবি থাকে তাহলে সেটি Upload করতে হবে। তারপর Captcha দিয়ে Submit এ ক্লিক করলে আপনার Application টি জমা হয়ে যাবে। এখানে আপনারা একটি Application No. পাবেন। এই নং টি আপনারা ভালে করে লিখে রাখবেন। সাথে আপনাকে কত টাকা খাজনা দিতে হবে সেটিও ওখানে দেখাবে।

Online Khajna Payment

How can I pay Fee for Khajna Payment Online?

Khajna Application জমা করার পর, পরবর্তী পদক্ষেপ হল খাজনার টাকা জমা দেওয়া।

  • এর জন্য আপনাকে প্রথমে Citizen Service এ ক্লিক করতে হবে।
  • এরপর Online Application এর অন্তর্গত Fees Payment এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনাদের সামনে একটি নতুন পেজ খুলবে।
  • এই পেজে আপনাকে Request Type* লিস্ট থেকে Revenue (Khajna) বাছাই করে নিতে হবে।
  • তারপর আপনাকে উপযুক্ত স্থানে আপনার ওই Application No. টি দিয়ে View তে ক্লিক করলে, আপনার নাম, Applicant Name, Application Date ও Application Fee দেখতে পাবেন।
  • এরপর নীচে Payment করার আনেক Option দেখতে পাবেন। সেখান থেকে আপনি SBI ePay বেছে নিবেন Grips Portal থেকে পেমেন্ট করার জন্যয। তারপর Submit এ ক্লিক করলে আপনি সেই পেমেন্ট পেজে চলে যাবেন।
  • এরপর আপনি আপনার Khajna Payment টি ওখান থেকে করে নেবেন।
  • সফলভাবে Fees Payemnt করার পর আপনারা সেখানে Application no. এবং GRN নং পাবেন। এই দুটি নং ভালোভাবে লিখে রাখবেন।

How can I print Khajna Payment receipt?

খাজনা পেমেন্ট করার পর আপনাকে খাজনার পেমেন্টের রশিদ নিতে হবে। এর জন্য নিম্নে দেওয়া স্টেপগুলি মেনে চলুন –

Khajna Payment Challan Generate –

Khajna Payment এর রশিদ নেওয়ার আগে আপনাকে প্রথমে তার Challan Generate করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তা করবেন –

Khajna Payment challan generate
  • প্রথমে আপনাকে Citizen Services মেন্যুতে যেতে হবে এবং সেখানে GRN Search এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে। সেখানে আপনাকে ওই GRN No. এবং Application No. টি দিয়ে Submit এ ক্লিক করতে হবে।
  • এরপর পাশে আপনার Applicant name, Application Date, Application Fee ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
  • তারপর Continue এ ক্লিক করলে Challan টি generate হয়ে যাবে।

Application/Receipt Reprint

এরপর আপনারা Khajna Payment এর রশিদটি ডাউনলোড করতে পারেন। এর জন্য নীচের স্টেপগুলি মেনে চলুন –

  • প্রথমে আপনাকে Citizen Services মেন্যুতে ক্লিক করে Application/Receipt Reprint এ ক্লিক করতে হবে।
  • তারপর যে পেজটি আপনাদের সামনে আসবে সেখানে Request Type এর জায়গায় Revenue Receipt বাছাই করতে হবে।
  • তারপর আপনার Application No. টি দিলে সেখানে আপনার খতিয়ান নং টি দেখাবে। সেটি মিলিয়ে নেবেন।
  • এরপর Captcha দিয়ে Submit এ ক্লিক করলে আপনার খাজনা পেমেন্ট করার রশিদটি পেয়ে যাবেন।

How to recover Application No. ?

এর জন্য প্রথমে আপনাকে Citizen Service মেন্যুতে যেতে হবে। তারপর সেখানে Application No. Recovery ( Khajna ) এ ক্লিক করতে হবে। তারপর পরের পেজে আপনার Mobile No. দিতে হবে। এরপর একটি OTP আসবে, সেটি ওখানে দিলেই আপনি Application No. টি পেয়ে যাবেন।

Can I pay Khajna Online?

আপনি BanglarBhumi Portal এ গিয়ে অনলাইনের মাধ্যমে খাজনা পেমেন্ট করতে পারেন।

19 thoughts on “Khajna Payment Online – জমির খাজনা দিন অনলাইনে 2024 নতুন নিয়মে (Land Revenue)”

  1. SAHI ALAM SARKAR

    Village, Tousi, post, Sarbamangala, ps. Gangarampur , Dist. Dakshin Dinajpur. Pin 733124. State. W/B. India

  2. ভেস্ট জমি মিউটেশন কোৱবো
    কী ভাবে বিয়েলাৱ অফিসে আবেদন
    কৱেও হোচেছনা
    কোথাওই গেলে ও কীভাবে হবে
    আমাকে হেল্প কৱুন

  3. পুরাতন খাজনার রসিদ না থাকলে কি করতে হবে?

  4. GOPAL PRASAD GUPTA

    How can I download my Mutation Certificate. Kindly let me know. Not successful with Banglarbhumi Citizen Charter.

  5. Sadhan sanyal

    সব step ঠিক ঠাক হয়ে date of last khazna payment এর disable হয়ে থাকা date format টা show ই করছেনা।year of payment টা ও disable কিন্তু show করছে বলে, নির্দিষ্ট year টা put করা যাচ্ছে। বহু বার প্রথম থেকে চেষ্টা করেও date এ আটকে যাচ্ছি, তাই submit button ক্লিক করতে পারছি না, বা ক্লিক করলেই date চাচ্ছে। আগের rept upload পর্যন্ত সব প্রবলেম overcom করে ওখানে ফেল, application forward করতে পাচ্ছিনা। আমি mobile থেকে সব রকমের tax দিয়ে থাকি। আপনারা laptop এ ডেমো তে date এ tab প্রেস করছেন, date format দেখাচ্ছেন, ও নিৰ্দিষ্ট dt পুট করছেন। মোবাইলে তা হচ্ছে না। কি করে এর থেকে উদ্ধার পাবো,জানতে পারলে উপকার হবে
    Sadhan sanyal
    sadhansanyal54@gmail.com

  6. BSN entertain

    আগের খাজনার রসিদ না থাকলে কি ভাবে করতে হবে ? যেটি ছাড়া আপলিকেশন করা যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top