Warish Application করা হয় সাধারানত যখন কোন ব্যক্তি মারা যায়, তখন তার জমি-জায়গা বা সম্পত্তি তার উত্তরাধিকারীদের নামে আইনগত ভাবে করা হয়। সাধারণত কোন ব্যক্তির Warish বা উত্তরাধিকার তার ছেলে, মেয়ে, স্ত্রী হয়ে থাকেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরাও হতে পারে। সাধারণত কোন ক্ষেত্রে যদি কোন ব্যক্তি তার সম্পত্তির উইল না করে মারা যান তখন এটির প্রয়োজন হয়ে পড়ে। এই পদ্ধতিটি আগে কিছুটা জটিল ছিল। কিন্তু এখন Banglarbhumi Website এর মাধ্যমে সেটি খুব সহজেই করা যায় অনলাইনের মাধ্যমে। আজকের এই লেখাটিতে আমরা দেখব কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে Warish Application করতে পারি।
– জমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের লিস্ট –
Table of Contents
Video Tutorials –
Warish Application Process
Step 1 – প্রথমে আমাদের Banglarbhumi Official Website টি খুলতে হবে। তারপর ওখানে গিয়ে আমাদের কে Sign In Option এ ক্লিক করতে হবে। আর যদি করা Username & Password না করা থাকে তাহলে আপনাকে প্রথমে Sign UP করতে হবে। Sign Up করতে আপনাকে আপনার নাম, ঠিকানা, মোবাইল, ইমেইল ইত্যাদি প্রয়োজন।
Step 2 – Sign In করার পর Citizen Service Option এ ক্লিক করে Online Application এ ক্লিক করতে হবে। তারপর ওখানে Warish Application Option এ ক্লিক করতে হবে।
Step 3 – তারপর সেখানে একটি Form খুলে যাবে। সেটি আপনাদের Fill up করতে হবে।
Step 4 – এখানে Warish Application এর জন্য যে ফর্মটি খুলবে সেখানে আপনার পূর্বপুরুষ এবং তাদের উত্তরাধিকারের তথ্য দিতে হবে। এই ফর্মে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ, উত্তরাধিকারের সংখ্যা দিতে হয়। সাথে ওই মৃত ব্যক্তির Death Certificate, Legal Heir Documents ইত্যাদি Upload করতে হয়।
এই ফর্মে উত্তরাধিকারের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নং, আধার নং, জাতি, ধর্ম ইত্যাদির তথ্য দিতে হয় এবং এর সাথে ওই ব্যক্তির ছবি Upload করতে হয়।
Step 5 – তারপর নিচে ক্যাপচার কোড বসিয়ে Submit Option এ ক্লিক করতে হবে।ক্লিক করার কিছুক্ষনের পর আপনার সামনে একটি Warish Application নং show করবে, তা ডাউনলোড করে নিতে হবে, পরবর্তী তে অর্থাৎ অফিসে জমা করতে হবে। Warish Application এর সময় কিন্তু কোনো প্রকার ফি দিতে হয় না।
Warish Application Online Status Check
Application করার পর Case নং পাবেন, তা এপ্লিকেশন রিপ্রিন্ট option এ পাবেন।ঐ এপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করলে ফর্মে উপরে ডান দিকে থাকে। ঐ Case নং দিয়ে আপনি আপনার ওয়ারিশ Case এর প্রক্রিয়া বারংবার চেক করতে পারবেন।Chek করতে হলে, আপনাকে আবারও Citizen Service Option এ গিয়ে Online Service Status, তারপর Warish case Status এ চেক করতে হবে, চেক করার জন্য অপশন রয়েছে, ওখানে কেস নাম্বার দিয়ে সার্চ করতে হবে। Case নং পাওয়ার পর অফিস থেকে নোটিস করবে, ঐ নোটিশে Case Status option এ পাবেন।
ওখান থেকে ডাউনলোড করতে হবে।তারপর ঐ নোটিশের মাধ্যমে আপনার নির্ধারিত সময়ে অর্থাৎ নিদিষ্ট দিনে আপনাকে সমস্ত কাগজপত্র (উপরে বলা হয়েছে) অফিসে জমা করতে হবে এবং ব্লক ভূমি সংস্কার আধিকারিকদের সামনে তা প্রামান্যদি বুঝিয়ে দিতে হবে। তারপর আধিকারিক ঐ কেস নং এর নিস্পত্তি করবেন। তারপর কিছু দিন কমপক্ষে ১ সপ্তাহের মধ্যে আপনার ওয়ারিশ সূত্রে রেকর্ড অর্থাৎ নতুন খতিয়ান হয়ে যাবে।
Warish Application এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র –
- ওয়ারিশ সার্টিফিকেট
- ওয়ারিশ গনের প্রত্যেক এর আঁধার কার্ড
- মৃত ব্যক্তির খতিয়ান
For log in