Stamp Duty and Registration Fee জানুন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে। এটি হল একধরনের টাকার পরিমাণ যা কোন জমি বা জায়গা বিক্রির সময় সরকারকে দিতে হয়। সাধারণত এই টাকার পরিমাণ ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। আজকের এই লেখাতে আমরা পশ্চিমবঙ্গের Stamp Duty এবং Registration Fee নিয়ে আলোচনা করব।
– জমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের লিস্ট –
Table of Contents
What are the Stamp Duty Fee and Registration Fee in West Bengal 2024?
পশ্চিমবঙ্গের Stamp Duty Fee and Registration Fee নির্ভর করে সাধারণত কোন এলাকায় সেই জমিটি রেয়েছে তার ওপর। যেমন গ্রাম্য এলাকার থেকে শহরের জমিতে এর পরিমাণ বেশি হয়। আবার Kolkata এর ক্ষেত্রে এর পরিমাণ সব থেকে বেশি হয়। নীচে এর একটি লিস্ট দেওয়া হল আপনাদের জন্য।
Location of the Land | Stamp Duty for 25 lakhs and below | Stamp Duty for above 25 lakhs | Registration Fee |
Corporation Area Specially for Kolkata/Howrah | 6% | 7% | 1% |
Municipality Area | 6% | 7% | 1% |
In Other Areas | 5% | 6% | 1% |
How to get or Calculate Stamp Duty and Registration Fee in West Bengal
এর হিসেব করার জন্য আপনাকে প্রথমে আপনাকে West Bengal Registration পোর্টালে যেতে হবে এবং নীচের স্টেপ গুলি মেনে চলতে হবে।
Step 1 – West Bengal Registration পোর্টাল খোলার পর প্রথমে আপনাকে ‘MV, SD and RF‘ মেন্যুতে ক্লিক করতে হবে।
Step 2 – এরপর আপনাকে ‘Stamp Duty and Registration Fee‘ তে ক্লিক করতে হবে।
Step 3 – এরপর আপনাদের সামনে একটি Form খুলে যাবে সেখানে আপানাকে আপনার যাবতীয় তথ্য দিতে হবে।
Step 4 – প্রথমে আপনাদের ‘Transaction Major‘ লিস্ট থেকে যেকোনো একটি বাছাই করতে হবে। এখানে যে যে লিস্টটি পাবেন তা নীচে দেওয়া হল –
1. Sale
2. Gift
3. Partition
4. Bond
5. Copy of Decree
6. Declaration
7. Exchange
8. Lease
9. Merger/Demerger
10. Mortgage
11. Power of Attorney related to immovable properties
12. Release
13. Settlement
14. Transfer of lease
Step 5 – এরপর আপনার কাছে আর একটি নতুন লিস্ট প্রদর্শিত হবে ‘Transaction Minor‘ সেখান থেকে আপনাকে আপনার প্রয়োজন মত একটি বাছাই করে নিতে হবে।
Step 6 – এরপর আপনাকে আপনার ‘Local Body‘ বাছাই করে নিতে হবে।
Step 7 – এরপর আপনাকে আপনার জমির বাজার মূল্য বসাতে হবে।
Step 8 – তারপর উপযুক্ত স্থানে Captcha দিয়ে ‘Display‘ বোতামে ক্লিক করতে হবে।
সবশেষে আপনারা আপনার জমি বা জায়গার Stamp Duty and Registration Fee দেখতে পারবেন।
How to pay Stamp Duty and Registration Fee charges online?
এই Fee গুলি দেওয়ার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের GRIPS Portal এ যেতে হবে। সেখানে প্রথমে Login করতে হবে। তারপর আপনার তথ্য দিয়ে এই পেমেন্ট করতে হবে।
Contact Details of WB Registration
IGR & CSR, WB | Fortuna Tower,9th Floor,23A N.S.Road,Kolkata-700 001, igrcsr.igr-wb@nic.in |
Addl. IGR & Addl. CSR, WB | Fortuna Tower,9th Floor,23A N.S.Road,Kolkata-700 001, aigrg.igr-wb@nic.in |
Chandivitibar, Namaldiha, Contai, 721427, West Bengal.
Chandivitibar, Namaldiha, Contai,721427, West Bengal
Kehnanagr Nadia Bhimpur 741167