WB Land Registration Search করুন বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের জমি জায়গার রেজিস্ট্রেশনের সকল তথ্য যেমন ক্রেতার নাম, ঠিকানা, দলিলের তথ্য পেয়ে যান এখন আপনার মুঠোয়। আজ এই লেখাতে আমরা আলোচনা করব জমির রেজিস্ট্রেশনের তথ্য পাওয়ার পদ্ধতি।
– জমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের লিস্ট –
How to search WB Land Registration Details online on Web Portal?
জমির রেজিস্ট্রেশনের তথ্য পাওয়ার জন্য আমাদের প্রথমে https://wbregistration.gov.in/ পোর্টালে যেতে হবে। তারপর আপনাকে ‘Searching of Deed‘ মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে তিনটি মেন্যু আসবে। জমির রেজিস্ট্রেশনের তথ্য আমরা তিনটি পদ্ধতিতে খুঁজতে পারি। সেই পদ্ধতিগুলি নিম্নে আলোচনা করা হল –
Search by Seller/Buyer/Party Name
এই পদ্ধতিতে আপনি ক্রেতার নাম দিয়ে সার্চ করতে পারেন।
Step 1 – প্রথমে আপনাকে ক্রতার First Name বা Last Name দিতে হবে।
Step 2 – এরপর আপনাকে জমির রেজিস্ট্রেশনের বছর, জেলা ও Captcha দিয়ে ‘Display‘ বোতামে ক্লিক করতে হবে।
Step 3 – তারপর আপনাদের সামনে জমির রেজিস্ট্রেশনের তথ্য প্রদর্শিত হবে।
Search By Transacted Property Details
আপনারা চাইলে Land Registration এর বিবরণ সম্পত্তির তথ্য দিয়েও দেখতে পারেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি মেনে চলতে হবে –
Step 1 – প্রথমে আপনাকে ওই সম্পত্তি যে জেলা, থানা, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপালিটিতে রয়েছে তার বিবরণ দিতে হবে।
Step 2 – এরপর ওই জমিটির রেজিস্ট্রেশন যে জেলাতে হয়েছে তার নাম ও যে সালে হয়েছে সেটি দিতে হবে।
Step 3 – এরপর ওই জমিটির মৌজা এবং দাগ নং দিতে হবে।
Step 4 – এই সবকিছু দেওয়ার পর Captcha দিয়ে ‘Display‘ বোতামে ক্লিক করলে ওই জমির বিবরণ আপনারা দেখতে পাবেন।
Search By Query no. and Deed no.
জমির রেজিস্ট্রেশনের তথ্য আপনারা Query no. এবং Deed no. দিয়েও দেখতে পারেন।
Step 1 – প্রথমে আপনাকে বাছাই করতে হবে যে আপনি কি দিয়ে WB Land Registration এর তথ্য জানতে চাইছেন। এখানে দুটি option থাকে – প্রথমটি হল Query no. দিয়ে এবং অপরটি হলে Deed no. দিয়ে।
Step 2 – আপনি যদি Query no. দিয়ে সার্চ করছেন তাহলে সেখানে আপনাকে Query no. এবং Query Year দিতে হবে। আর যদি Deed no. দিয়ে সার্চ করছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জেলা, রেজিস্ট্রেশন অফিস, Deed no. এবং Deed Year দিতে হবে।
Step 3 – এরপর আপনাকে উপযুক্ত স্থানে Captcha দিয়ে Display বোতামে ক্লিক করলে আপনার সামনে জমির রেজিস্ট্রেশন তথ্য প্রদর্শিত হবে।
How to search WB Land Registration Details online on BanglarBhumi App?
আপনারা যে শুধু Online Portal এর মাধ্যমে জমির রেজিস্ট্রেশনের তথ্য দেখতে পাবেন এমনটা নয়, আপনারা চাইলে BanglarBhumi App এর সাহায্যেও এটি সার্চ করে দেখতে পারেন।
এর জন্য প্রথমে আপনাকে BanglarBhumi App টি খুলতে হবে। এরপর আপনারা সরাসরি App এর Home Page এ চলে আসবেন। এরপর আপনাকে ‘Important Land Features‘ মেন্যুতে ক্লিক করতে হবে। এই মেন্যুতে ক্লিক করলে আপনারা আর একটি পেজে চলে যাবেন। ওই পেজ থেকে আপনারা বিভিন্ন উপায়ে WB Land Registration এর তথ্য জানার উপায় পেয়ে যাবেন।
Searching of Deed availability Status
কোন কোন জেলার জমির রেজিস্ট্রেশনের তথ্য আপনারা পেতে পারেন তাও আপানারা এখন অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। এরজন্য আপনাকে নীচের স্টেপগুলি মেনে চলতে হবে।
Step 1 – প্রথমে আপনাকে WB Registration Portal এ চলে যেতে হবে।
Step 2 – এরপর আপনাকে Searching of Deed>Searching of deed availability status এ ক্লিক করতে হবে।
Step 3 – এরপর আপনি একটি পেজ দেখতে পাবেন। সেখানে আপনাকে জেলা ও রেজিস্ট্রেশন অফিসে তথ্য দিতে হবে।
Step 4 – এরপর Captcha দিয়ে ‘Submit‘ বোতামে ক্লিক করলে আপনি জমির রেজিস্ট্রেশনের তথ্য দেখতে পাবেন।
saddamhossainsa2003@gmail.com vill-koritola, p o-CHOWKI, p. S-MANIKCHAK dIST-MALDA pin no- 732202
দলিল লেখক নয় অনেকেই দলিল দেখার কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা বিভিন্নভাবে রচনা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে যদি কেবলমাত্র দলিল লেখক বা আইনত দলিল লেখার সঙ্গে যুক্ত থাকতে পারবে অ্যাডভোকেট এরা ছাড়া অন্য কেউ অফিসের মধ্যে প্রবেশ না করতে পারে তার ব্যবস্থা করা উচিত। এবং দলিল লেখক বা অ্যাডভোকেটদের বায়োমেট্রিক স্বাক্ষর করা উচিত।
Jharbagda manbazar purulia
Jharbagda po.jharbagda pc.manbazar dis.purulia pin.723131
Aswom
Raja byapari
bappamufti237@gmail.com villeg south kaliani P.o kaliani p.s deganga District north 24 pargana Pin 743423
Many many thanks for this information.
1985 saaler agergulo ki bhabe search korbo?
It’s a very useful app and thought it people might be immensely benefited
First class this apps
If the last land owner didn’t pay land tax, then how the current owner will get the mutation?